ফুটবল

৯ মে মেহেরপুরের প্রাক্তন ফুটবলারদের প্রীতি ফুটবল খেলার আয়োজন

By Meherpur News

May 02, 2025

মেহেরপুর নিউজ:

আগামী শুক্রবার মেহেরপুর জেলার প্রাক্তন ফুটবলারদের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে মেহেরপুর জেলার প্রাক্তন ফুটবলার ও ঝিনাইদহ হামদহ ৪০ এর মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। এর আগে ঝিনাইদহ মাঠে ঝিনাইদহ হামদহ ৪০ এর মধ্যে প্রীতি ফুটবল খেলায় মেহেরপুর জেলা ৪০+ ফুটবল একাদশ ১-০ গোলে ঝিনাইদহ হামদহ পরাজিত করে।

মেহেরপুর জেলা ফুটবল একাদশের অন্যতম খেলোয়াড় সেলিম জানান, আগামী শুক্রবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। তিনি এ খেলা দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।