অন্যান্য

মেহেরপুরে এলজিএসপি’র কর্মশালা

By মেহেরপুর নিউজ

March 16, 2016

মেহেরপুর নিউজ, ১৬ মার্চ: মেহেরপুরে দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-২) এর ব্যাবস্থাপনায় এলজিএসপি-২ প্রকল্পের কার্যক্রম সুষ্ঠ ও সুচারুরূপে বাস্থবায়নের লক্ষে প্রচারণা জোরদার করার জন্য আইইসি ক্যাম্পের আওতায় জেলা পর্যায়ে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল  ১০ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এলজিএসপির উপ-পরিচালক হেমায়েত হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান।

বক্তব্য রাখেন সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ আসাফ উদ দোলা, মেহেরপুর শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি আশকার আলী, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শফিউল আজম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুল হাসান মালিক, সেভ দ্যা চিলড্রেনর সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন, সাংবাদিক মুজাহিদ মুন্না, ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, আব্দুর রউফ মকুল, ইউপি সদস্য আক্তার হোসেন প্রমুখ।

কর্মশালায় জেলার এলজিএসপি প্রজেক্টর বিভিন্ন সফলতা তুলে ধরা ও প্রকল্পের কার্যক্রম সুষ্ঠ ও সুচারুরূপে বাস্থবায়নের লক্ষে প্রচারণা জোরদার করার আহবান জানানো হয়।