ফুটবল

মেহেরপুর জেলার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল দলের খুলনায় রওনা

By মেহেরপুর নিউজ

September 29, 2019

মেহেরপুর নিউজ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল খুলনা বিভাগীয় পর্যায়ে খেলায় খেলায় অংশগ্রহণ করার লক্ষ্যে উপজেলা দল খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছে।

রবিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুল আলমের নেতৃত্বে ২টি দলে ৩৬ জন খেলোয়াড় ও কোচ খুলনার উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করেছে। 

এর আগে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর দলের সাফল্য কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে অন্যদের মাঝে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মাঈনুদ্দিন,  রাকিবুল ইসলাম, মিনহাজুল ইসলাম, কাজী মোহাম্মদ অনিক ইসলাম, মিথিলা দাস, সুজন দাশ গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

খেলায় বঙ্গবন্ধু  ফুটবলে জেলা দলের যারা স্থান পেয়েছে তারা হলো আজাদ আহম্মেদ,  রাসেল আলী, পিটার মন্ডল, রাসেল, মাহফুজুর রহমান, সুবেল হক,  রাহিবুল ইসলাম, শিমুল মিয়া, তানজিল, কাবিরুল, তুহিন আলী, টিটু, মোস্তাফিজুর রহমান, জিহাদ , মিকাইল সাগর ও হাফিজুর।

বঙ্গমাতা ফুটবলে যারা সুযোগ পেয়েছেন তারা হলেন মাহমুদ, স্বাপ্না, লিপি,কাকলি ,সালমা, সুমাইয়া মিম, শ্যামলী, তানিয়া, সুমাইয়া খাতুন, শ্রাবণী, আফরোজা, জাহানারা, সানজিদা, শারমিন, ফারহানা, শিল্পী, সঞ্চিতা।  সোমবারে দুটি গ্রুপের মেহেরপুর জেলা দল যশোর জেলা দলের সাথে খেলবে।