টপ নিউজ

গাংনী পৌর নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন

By মেহেরপুর নিউজ

December 30, 2020

মেহেরপুর নিউজ:

আসন্ন মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয় মেহেরপুর জেলা নির্বাচন অফিসার ও গাংনী পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার আহ্মেদ আলি প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বরাদ্দ দেন।প্রতীক বরাদ্দ আওয়ামী লীগ বিএনপি ও ইসলামী আন্দোলন তাদের নিজস্ব প্রতীক লাভ করেছেন।

বর্তমানে গাংনী পৌরসভা নির্বাচনে গাংনীর বর্তমান মেয়র আশরাফুল ইসলাম (স্বতন্ত্র) জগ প্রতীক পেয়েছেন। এছাড়াও আহমেদ আলী আওয়ামী লীগ (নৌকা ) আসাদুজ্জামান বাবলু বিএনপি (ধানের শীষ), আনারুল ইসলাম, ( স্বতন্ত্র বর্শী ) এবং আবু হুরায়রা ইসলামি আন্দোলন (হাতপাখা ) প্রতীক পেয়েছেন। মেয়র প্রার্থীদের মধ্যে কেবল বিএনপির প্রার্থী আসানুজ্জামান বাবলু বাদে সকলেই উপস্থিত থেকে তাদের প্রতীক বুঝাবেন।

এদিকে মেয়র প্রার্থীদের প্রতিক বরাদ্দের পর কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয় এতে ১নং ওয়ার্ডে, আলমগীর হোসেন(ডালিম) , সুজনআলী(পান্জাবী) ,সাইফুজামান(পানিরবোতল)।,শামসুদ্দিন শেখ(উটপাখি) ২ নং-ঃ আলীহীম(উটপাখি) ,মোখলেসুর রহমান (পানিরবোতল, মিজানুর রহমান (ডালিম)। ৩ নং -ঃ জহিরুল ইসলাম (পানির বতোল), মোঃ বুলু (ডালিম),আব্দুল লতিব (পান্জাবী) , মোঃ আসাদুজ্জামান (টেবলল্যাম্প), মোঃ সামিউল ইসলাম (উটপাখি) ৪ নং-ঃ মো মিজানুর রহমান(উটপাখি), মোঃ আসেেল উদ্দীন(পানির বোতল)। ৫ নং-ঃ মোঃ আতিয়ার রহমান(পানির বতোল), মোঃ বজলু (উটপাখি) , মোঃ বাবুল আখতার (ডালিম) , মোঃ ইয়ামিন আলী বাবলু(টেবিল ল্যাম্প)।

৬ নং-ঃ মোঃ মোখলেছুর রহমান(টেবেলল্যাম্প),রবিউল ইসলাম(গাজর) ,নাসির উদ্দীন(ফাইলক্যাবিনেট), মনিরুজামান (পানির বতোল),, আদির উদ্দীন(স্কু ড্রাইভার) ,নবীর উদ্দিন(ডালিম)। ৭ নং-ঃ মোঃ বদরুল আলম(টেবিল ল্যাম্ম) ,মোঃ মকসেদ আলী(উটপাখি) ,মোঃ সানোয়ার হোসেন ( পানির বতোল), মোঃ মোতালেব হোসেন (পান্জাবী)।৮ নং-ঃ সাহিদুল ইসলাম(পান্জাবী) , হাফিজুল ইসলাম (উটপাখি) ,আক্তারুল(ডালিম) , মোখলেছুর রহমান(পানির বোতল)। ৯ নং ওয়ার্ডে আব্দুল জলিল(ডালিম ) , মমিনুল ইসলাম((পানির বতোল, এনামুল হক(পান্জাবী) , জাকির হোসেন(টেবিল ল্যাম্প) , রাশিদুল ইসলাম(উটপাখি) । এদিকে পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১ নম্বর(১,২,৩, ওয়ার্ল্ড) সংরক্ষিত কাউন্সিলর ফিরোজা খাতুন(আনারস), পারভিন আক্তার(চশমা)।২ নম্বর (৪,৫,৬, ওয়ার্ল্ড) মলিদা খাতুন(আনারস), ঝরনা খাতুন(অটোরিকশা) , আনোয়ারা খাতুন(চশমা)। ৩ নম্বর(৭,৮,৯ ওয়ার্ল্ড) মার্জিনা খাতুন(জবাফুল), মমতাজ বেগম(চশমা) , সাজেদা খাতুন(অটোরিকশা) , পারভীনা খাতুন(আনারস), কানিজ ফাতেমা(টেলিফোন)।