ক্রিকেট

মরহুম মহারাজ আলী খান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে গাংনী একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

March 14, 2022

মেহেরপুর নিউজ :

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরির উদ্যোগে,কালার স্টাইল বাংলাদেশ লিমিটেডের সৌজন্যে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাঠে অনুষ্ঠিত মরহুম মহারাজ আলী খান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে গাংনী একাদশ জয়লাভ করেছে।

সোমবার অনুষ্ঠিত খেলায় গাংনী একাদশ চুয়াডাঙ্গার ফরহাদ অগ্রণী কে ২ উইকেটে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে চুয়াডাঙ্গার ফরহাদ অগ্রণী ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১৪ রান করে। দলের পক্ষে ফিরোজ ৪৮ রান ও জিলহাজ ৪২ রান করেন। গাংনীর পক্ষের শামীম ৪ উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে গাংনী একাদশ ৩৯.২ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে শামীম ৪৪ এবং আলামিন ৩৯ রান করেন। চুয়াডাঙ্গার পক্ষে মোস্তফা ৩ টি উইকেট লাভ করেন। বিজয় দলের শামীম ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।