বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ডায়াবেটিক হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

June 27, 2023

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর ডায়াবেটিক হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে ডায়াবেটিস হাসপাতাল মিলনায়তনে কার্যনির কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডায়াবেটিস হাসপাতালের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডায়াবেটিস হাসপাতালের সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ হাসানুজ্জামান মালেক, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য, ডা এম এ বাশার, জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মকলেসুর রহমান খোকন প্রমূখ।

পরে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম মেহেরপুর ডায়াবেটিস হাসপাতাল পরিদর্শন করেন।এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম হাসপাতালে উপস্থিত হলে তাকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।