মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় যতারপুরে চিকিৎসা ক্যাম্প থেকে তাফহিমুল হুসাইন (৩৭) নামের এক ভূয়া চিকিৎসকের ৩ মাস কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
তাফহিমুল হুসাইন কখনো চক্ষু বিশেষজ্ঞ, কখনো হৃদরোগ বিশেষজ্ঞ, মানুষের চিকিৎসা দেন গ্রামে গ্রামে গিয়ে চিকিৎসা প্রদান করেন। অবশেষে ধরা খেলেন এ ভূয়া চিকিৎসক।
শনিবার দুপুর ২টার দিকে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডল এ অভিযান পরিচালনা করেন। একই সঙ্গে দণ্ডিত ভুয়া চিকিৎসকের সহযোগী সাগর আলীর (২৩) ১ মাস কারাদণ্ড এবং গাড়ি চালক ইমনের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, ঠাকুরগাঁও জেলার বহরমপুর এলাকার মনিরুজ্জামান এর ছেলে তাফহিমুল ইসলাম জতারপুর গ্রামে মানুষের চোখের চিকিৎসা করার জন্য প্রচার করে চোখের চিকিৎসা দিচ্ছিলেন। এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করেন। কিন্তু তার ডাক্তারির বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় খবর দেওয়া হয় মুজিবনগর থানা পুলিশ এবং মুজিবনগর উপজেলা প্রশাসনকে। খবর পেয়ে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মণ্ডল ঘটনাস্থলে এসে পৌঁছান।
তাফহিমুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলেও তিনি কোন সদউত্তর দিতে পারেননি। তাফহিমুল ইসলাম জানান, ২০২০ সালের রাশিয়া থেকে ডাক্তারি পাস করে বাংলাদেশে এসে নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দেন। এবং এক এক এলাকায় এক এক রকম বিশেষজ্ঞ হিসেবে মানুষের চিকিৎসা দিয়ে থাকেন।
তাফহিমুল ইসলাম বিএমডিসি (বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল) এর রেজিস্ট্রেশন দেখাতে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৩ মাসের কারাদণ্ড, তাকে সহযোগিতা করায় গাংনী উপজেলার কসবা গ্রামের ইয়ারুল ইসলামের ছেলে সাগরকে ১ মাসের কারাদণ্ড এবং মাইক্রোচালক বাঁশবাড়িয়া গ্রামের শামসুল আলমের ছেলে ইমনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।