বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আনন্দ নাট্যগোষ্ঠীর যাত্রাপালার রিহার্সেলের উদ্বোধন

By Meherpur News

December 27, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর ভ্রাতৃসংঘ ক্লাবের উদ্যোগে আনন্দ নাট্যগোষ্ঠীর যাত্রাপালার রিহার্সেলের উদ্বোধন করা হয়েছে। শনিবার রাতে মেহেরপুর ভূমি অফিস পাড়ায় অবস্থিত আনন্দ নাট্যগোষ্ঠীর কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি এম. এ. বারী ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।

এ সময় আরও উপস্থিত ছিলেন আনন্দ নাট্যগোষ্ঠীর সভাপতি হেলাল শেখ, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, বিএনপি নেতা কামরুজ্জামান বাবু, কিয়ামদ্দিন ও রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক কর্মীরা।

এর আগে ফিতা কাটা ও কেক কাটার মাধ্যমে ভ্রাতৃসংঘ ক্লাবের আনন্দ নাট্যগোষ্ঠীর যাত্রাপালার রিহার্সেলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।