খেলাধুলা

জেলা পর্যায়ে ৪৭ তম গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

By মেহেরপুর নিউজ

September 10, 2018

মেহেরপুর নিউজ,১০ সেপ্টেম্বর: মেহেরপুর জেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে সোমবার সকালে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে ২দিন ব্যাপী জেলা পর্যায়ে ৪৭ তম গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ২দিন ব্যাপী জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। জেলা শিক্ষা অফিসার শাহিন আখতারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন খেলাধুলার কোন বিকল্প নেই। লেখাপড়া পাশাপাশি খেলাধুলার প্রতিও বেশি করে নজর দিতে হবে। জেলা প্রশাসক বলেন একজন খেলোয়াড় কখনো মাদক গ্রহন করতে পারেনা। খারাপ কাজে সাথে জড়াতে পারে না। পরে জেলা প্রশাসক খেলোয়াড়দের সাথে পরিচিত হন। এসময় অন্যদের মধ্যে সহকারী শিক্ষা অফিসার আব্দুল মালেক, উপজেলা শিক্ষা অফিসার বিনয় কুমার চাকি, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক, প্রধান শিক্ষক তাহাজ উদ্দীন, আশরাফুজ্জামান, আবুল কালাম আজাদ, ইসরাইল হোসেন, সহ-বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন সেখানে উপস্থিত ছিলেন। ৩ উপজেলার বিজয়ীরা জেলা পর্যায়ে প্রতিযোগিতার অংশ গ্রহন করছে।