মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ মার্চ:
আগামীকাল রোববার সকালে বাংলাদেশের প্রথম রাজধানী মেহেরপুরের মুজিবনগরে আসছেন স্বরাষ্টমন্ত্রী ডা: মহিউদিন খান আলমগীর।
মুজিবনগরে পৌছে মন্ত্রী নবনির্মিত মুজিবনগর থানা ভবন উদ্বোধন এবং জেলা আইনশৃংখলা মিটিং ও সুধী সমাবেশে বক্তব্য রাখবেন।
এদিকে স্বরাষ্টমন্ত্রী’র আগমন উপলক্ষে সকল প্রস্তুতি শেষ করেছে স্থানীয় প্রশাসন। নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে মুজিবনগর সহ তার আশপাশ এলাকা।
মেহেরপুরের পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন মেহেরপুর নিউজকে জানান,মন্ত্রীর আগমন উপলক্ষে মুজিবনগরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজন কোন লোকজন দেখলে তাদের কে চেক করা হচ্ছে।
সরকারি তথ্যে জানা গেছে, আগামীকাল সোমবার সকাল ৯টা ৩০ মিনিটের সময় মন্ত্রী হেলিকপ্টারযোগে মুজিবনগরে আসার উদ্দেশ্য বাস ভবন থেকে তেজগাঁও পুরাতন বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। সকাল ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে মুজিবনগরের উদ্দেশ্যে রওনা হবেন। ১০টা ৪০ মিনিটে মুজিবনগর হেলিপ্যাডে অবতরন করবেন মন্ত্রীকে বহনকারি হেলিকপ্টারটি। তিনি ১০টা ৪৫ মিনিটে মুজিবনগর নবনির্মিত থানা ভবন উদ্ধোধন। বেলা ১১টায় মুজিবনগর পর্ষটন মোটেলে জেলা আইনশৃংখলা কমিটির মিটিং-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। দুপুর ১২টা ৩০ মিনিটের সময় মুজিবনগর আম্রকাননে সুধিসমাবেশে অংশগ্রহণ শেষে বেলা ২টার সময় মুজিবনগর থেকে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন মন্ত্রী।
