মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৬ এপ্রিল:
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সম্পূরক ভোটার তালিকা প্রকাশ ও মাইগ্রেশনের সময়সূচী ও নতুন নির্বাচনী তফশিল ঘোষনা করা হয়েছে। আগামী ৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।
পরিবহন পুলের যুগ্ম সচিব ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের প্রধান সমন্বয়কারী আকমল হোসেন স্বাক্ষরিত তফশিল অনুযায়ী স্ব স্ব জেলায় ৩০ এপ্রিল মনোনয়নপত্র দাখিল, ৪ মে মনোনয়ন পত্র বাছাই, ৬ মে রির্টানিং অফিসারের কাছে মনোনয়ন পত্র বাছাই সংক্রান্ত আদেশের বিরুদ্ধে আপিল, ৭ মে আপিলের বিরুদ্ধে নিষ্পত্তি, ১ মে মনোনয়ন পত্র প্রত্যাহার, ১২ মে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ১৪ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ এবং ৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।
