মেহেরপুর নিউজ:
মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের স্ট্যানো টাইপিস্ট আবু সাঈদ শুভ খুলনা বিভাগীয় পর্যায়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কার (২০২১-২০২২) এ ভূষিত হয়েছেন। মঙ্গলবার খুলনায় ডিআইজির কক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় শুদ্ধাচার পুরস্কার তুলে দেওয়া হয়।
খুলনা বিভাগীয় পুলিশের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম, আবু সাঈদ শুভর হাতে পুরস্কার তুলে দেন। মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম এর সময় সেখানে উপস্থিত ছিলেন। আবু সাঈদ শুভ মেহেরপুর সদর উপজেলা আমঝুপি গ্রামের সন্তান।