মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ এপ্রিল:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি দক্ষিনপাড়ার হামিদুর রহমানের তামাক ঘরে আগুন লেগে তামাক সহ পুরো ঘর ভষ্মিভুত হয়েছে। এতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন মালিক হামিদুর রহমান। সোমবার বিকালে ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি দক্ষিনপাড়ার হামিদুর রহমানের তামাক ঘরে জ্বাল দেয়ার সময় অসাবধানবশত: অগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখায় ঘরের সমস্ততামাকসহ ঘর ফুড়ে ভষ্মিভুত হয়ে যায়। খবর পেয়ে মেহেরপুর দমকল বাহিনীরেএকটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে ততক্ষনে তামাক ঘরের সম্স্ত মালামাল পুড়ে ছাই যায়।