মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ জানুয়ারী:
মেহেরপুরের স্থানীয় ২২টি সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজিবি সংগঠনের উদ্যোগে আমঝুপির নীলকুঠিতে স্থাপিত বিকৃত ইতিহাস সম্বলিত শিলালিপিটি সংশোধনের দাবীতে মানববন্ধন করেছে নাগরিক উদ্যোগ রনামের একিটি আয়োজক কমিটি।
আজ রবিবার বিকাল ৩ টায় মেহেরপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা জানান, মেহেরপুরের আমঝুপি নীল কুঠিবাড়িতে নীলকুঠির ইতিহাস নিয়ে একটি স¤পূর্ণ কাল্পনিক, বানোয়াট ও লজ্জাকর ইতিহাস পাথরে লিখে সত্যিকারের ইতিহাস বিকৃতি করা হয়েছে।
পাথরে লেখা আছে “পলাশীর পরাজয়ের নীল নক্সাও রচিত হয়েছিল এইখানে-এই আমঝুপিতে। জনশ্রুতি আছে যে, এখানেই রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফর ও ষড়যন্ত্রকারীদের শেষ বৈঠক হয়েছিল এবং তার ফলে শুধু নাবাব সিরাজউদ্দৌলারই ভাগ্যে বিপর্যয় ঘটেনি, বাঙ্গালি জাতী হারিয়েছিল স্বাধীনতা”।
বক্তারা বলেন,সত্যিকার অর্থে ইংরেজি শাসনামলে ১৭৫৭ সালের পরে এই নীলকুঠিবাড়ি স্থাপিত। তাই এই পাথরে লেখা ইতিহাস সঠিক নয়।
বক্তারা এর তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন আগামী ১৫ দিনের মধ্যে পাথর থেকে ভিত্তিহীন ও আপত্তিকর অংশটুকু অপসারন না করলে পরবর্তিতে ব্যাপক কর্মসুচীর ঘোষনা দেওয়া হবে।। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, মেহেরপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল-আমিন ধুমকেতু, সাংস্কৃতিক কর্মী শামিম জাহাঙ্গির সেন্টু, অরণী থিয়েটারের পরিচালক নিশান সাবের প্রমুখ।
