মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ এপ্রিল:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পাবলিক ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার রাতে আমঝুপি পাবলিক ক্লাব মিলনায়তনে আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা। বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা,মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান বাচ্চু,আমুঝুপি পাবলিক ক্লাবের সাধারন সম্পাদক সাইদুর রহমান।আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কবিতা অবৃতি করেন শ্বাশত নিপ্পন। সঙ্গীত পরিবেশন করেন মতিউল আশরাফ. মাসুদুল হাসান, পলাশী, মিতু প্রমুখ।
