গাংনীর কাজিপুরে মাদক, সন্ত্রাস ও জঙ্গী বিরোধী জনসচেতনতা সভায় পুলিশ সুপার এস এম মুরাদ আলি…
এ সিদ্দিকী শাহীন, গাংনী অফিস: মাদক যদি একটি পরিবারে ঢুকে পড়ে তাহলে সেই মাদক একটি পরিবারকে ধ্বংস করে। মাদক শুধু একটি পরিবারকেই নয় মাদক একটি সমাজ একটি দেশকে ধ্বংস করে দেয়।
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে মাদক,সন্ত্রাস ও জঙ্গী বিরোধী জনসচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমনটি বলের পুলিশ সুপার এস এম মুরাদ আলি।
বুধবার বিকেলে গাংনী থানা পুলিশ এর আয়োজনে ওসি তদন্ত সাজেদুল ইসলামের সঞ্চালনায় ও ভার প্রাপ্ত কর্মকর্তা মোঃ ওবাইদুর রহমান এর সভাপতিত্বে পুলিশ সুপার আরো বলেন, যে মাদক একটি দেশের যুব সমাজকে ধ্বংস করে দেয় সে মাদক আমার এ জেলায় থাকতে পারেনা। মাদকের বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স ঘোষনা করছি।
তিনি বলেন, মাদক এর সাথে যদি আমার কোন পুলিশ জড়িত থাকে তাহলে আমাকে আপনারা তথ্য দিবেন তার বিরুদ্ধে কঠোর শাস্তিমুলোক ব্যাবস্থা গ্রহন করা হবে। পুলিশ ও মাদকসেবি একসাথে থাকতে পারেনা।
তিনি আরো বলেন, মাদক সন্ত্রাসীর জন্ম দেয় মাদকের টাকা জোগাড় করতে গিয়ে একজন চাঁদাবাজে পরিনত হয় চাঁদাবাজ সন্ত্রাসী কর্মকান্ড করে থাকে। তাই আমরা মাদক সন্ত্রাস চাঁদাবাজকে কোন ভাবেই বরদাশ করতে পারিনা।
এসপি মুরাদ আলি বলেন, আমি চাই আমার মেহেরপুর জেলার মানুষ শান্তিতে থাকুক। আমাদের দেশ আগের চাইতে অনেক উন্নতি লাভ করেছে। মানুষ এখন আর সন্ত্রাসী পছন্দ করেনা।
এ প্রসঙ্গে তিনি বলেন এর আগে আগুন সন্ত্রাসীর নাম শুনেছেন। আমরা আগুন সন্ত্রাস থেকে জঙ্গী থেকে দেশকে মুক্ত করেছি। এখন বাংলাদেশের লোক অনেক শান্তিতে বসবাস করে। এখন মানুষ চাঁদা বাজি করার জন্য অপহরণ করেনা।
তবুও দেশের শান্তি প্রতিষ্ঠায় কোন প্রকার বিশৃংখলা আমরা মেনে নেবনা। জনসচেতনতা মূলোক সভায় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীরা আমাদের দেশের ভবিষ্যৎ তাই যারা শিক্ষার্থী তারা যেন পড়া লেখার দিকে মনোযোগ রাখে যাতে করে সমাজ যেন আলোর মুখ দেখে।
তিনি বলেন আমি আপনাদের কারোর ভাইয়ের মতো কারোর ছেলের মতো। আমি আপনাদের শাসন করতে আসিনি আমি আপনাদের সেবক হয়ে সেবা করতে এসেছি।
আপনারা আমাদের পুলিশ বাহিনীকে যে কোন অনীয়মের তথ্য দিবেন আমরা তাৎক্ষনিক ব্যাবস্থা গ্রহন করব। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন মেহেরপুর) শেখ জাহিদুল ইসলাম (পিপিএম) পুলিশ সুপার পদে পদন্নতি প্রাপ্ত, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) শেখ মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ হাসিবুল আলম, ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি মুরাদ আলি মাষ্টার, সেক্রেটারি আঃ আলিম, কাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু নাতেক, কাথুলি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, বামন্দী উইপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোঃ মুনছুর আলি প্রমুখ।
এসময় রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ সহ এলাকার নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সকল স্তরের জনগন উপস্থিত ছিলেন।
এর আগে শিক্ষার্থীরা অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন। প্রধান অতিথিকে মানপত্র প্রদান করেন কে এন এস এইচ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কেতাব আলি।
কুরআন তেলাওয়াত করেন সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল হক