মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ ডিসেম্বর:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও মেহেরপুর ব্র্যাকের সহযোগিতায় রোববার অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকারের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু।
বক্তব্য রাখেন এন ডি সি মোঃ আসলামউদ্দিন, ব্র্যাকের জেলা প্রতিনিধি মশিউর রহমান প্রমুখ।
পরে সেখানে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন কর হয।
এর আগে অভিবাসী দিবস উপলক্ষে শহরে একটি র্যালি বের করা হয়। জেলা প্রশাসক বেগম সাহান আরা বানুর নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মুজিবনগন প্রতিনিধি জানান, অভিবাসী দিবস উপলক্ষে মুজিবনগরে আলোচনা সভা, র্যালি ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার এ কে এম আজাদুর রহমানের সভাপতিত্বে উপজেলা হলরুমে সভায় বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা ভাইসচেয়ারম্যান কামরুল হাসান চাঁদু, গুলনাহার বেগম, শিক্ষা অফিসার আকবর আলি, মৎস্য অফিসার হামিদুর রহমান প্রমুখ।
এর আগে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার এ কে এম আজাদুর রহমানের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। পরে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
