মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ আগষ্ট:
মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর জনকল্যান ক্লাবের উদ্যোগে আশরাফপুর স্কুল মাঠে অনুষ্ঠিত আশরাফপুর গোল্ডকাপ ফুটবল টূর্র্নামেন্টে রাধাকান্তপুর যুব ক্লাব জয়লাভ করেছে।
আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলায় রাধাকান্তপুর যুব ক্লাব ১-০ গোলে গোভিপুর ভৈরব ক্লাবকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে সুজন দলের পক্ষে জয়সূচক গোলটি করেন।