মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ আগষ্ট:
মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর জনকল্যান ক্লাবের উদ্যোগে আশরাফপুর গোল্ডকাপ ফুটবল টূর্র্নামেন্টে মেহেরপুর সদা উপজেলার ইসলামপুর এ টু জেড কোচিং জয়লাভ করেছে।
আজ শুক্রবার বিকালে আশরাফপুর স্কুল মাঠে অনুষ্ঠিত ফুটবল খেলায় ইসলামপুর এ টু জেড কোচিং ২-১ গোলে মুজিবনগর উপজেলার বল্লভপুর মোহামেডান ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে সঞ্জু ও জুয়েল এবং বিজীত দলের পক্ষে দিপ্ত ১টি কলে গোল করেন্।
