মেহেরপুর নিউজ,১৮ অক্টোবর:
মেহেরপুর সদর উপজেলার আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে রোববার বিকালে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আনারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদর থানার ওসি আহসান হাবিব, আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আব্দুল হালিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক তাহাজ উদ্দিন, সেভ দ্য চিলড্রেনের ব্যবস্থাপক ফারুক হোসেন, শিক্ষার্থী ফরহাদ হোসেন, বায়েজীদ বোস্তামী, স্মৃতি শবনম প্রমুখ।
