মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে বিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোবাইল ফোনই যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এ বিষয় এর উপরে বিতর্ক অনুষ্ঠিত হয়।
এতে বিপক্ষ দল জয়ী হয়। বিপক্ষ দলের সাইমা ঋতু সেরা বক্তা নির্বাচিত হয়। অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধান শিক্ষক তাজউদ্দীন, সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন, সহকারি শিক্ষক সাহাবুদ্দিন, বাবুল আক্তার, তারিখ হোসেন, আসাদুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।