মেহেরপুর নিউজ:
ঋতুরাজ বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মেহেরপুরে ফুল ব্যবসায়ীদের মাথায় হাত উঠেছে। বিশ্ব ভালোবাসা দিবস ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে মেহেরপুরে ফুলের দোকানের পাশাপাশি অনেকগুলো ফুলের দোকান গড়ে উঠেছিল।
ব্যবসায়ীদের আশা ছিল দুটি উৎসবকে সামনে রেখে বিপুল পরিমাণ ফুল বিক্রি হবে। কিন্তু ফুল ব্যবসায়ীদের সে আশায় গুড়ে বালি পড়েছে।
মেহেরপুর শহরের হোটেল বাজার থেকে শুরু করে বড় বাজারের সড়কের দুপাশে গড়ে ওঠা ফুল ব্যবসায়ীরা জানান গুরুত্বপূর্ণ এই দিনটি শুক্রবার পড়ায় অনেকে ঘরের বাইরে বের হয়নি। যে কারণে ফুল বিক্রি একেবারে কম।
অন্য বছর গুলোতে দেখা গেছে বিশ্ব ভালবাসা দিবস এবং পহেলা ফাল্গুন এর দিনের শুরু থেকে সন্ধ্যা পর্যন্ত ফুল কেনার জন্য মানুষদের ভিড় করত। বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা স্কুল-কলেজে আসা যাওয়ার ফাঁকে ফুলের দোকানগুলোতে ভিড় জমাতো, সাথে সাথে পছন্দমত ফুল নিয়ে ভালোবাসার মানুষদের মাঝে ফুল বিতরণ করত।
এবারের দিনটি শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় এমনিতেই স্কুল-কলেজ বন্ধ, তার উপর সাপ্তাহিক ছুটি পড়ায় সাধারণ মানুষ বাহির মুখো হয় খুব কম যে কারণে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেহেরপুরের ফুলের দোকানগুলো একপ্রকার ফাঁকায় দেখা গেছে। একাধিক ফুল ব্যবসায়ী জানান লাভের আশায় অনেক টাকা লগ্নি করে ফুল ক্রয় করেছি এখন লাভ তো দূরের কথা আসল টাকা তুলতে পারবো না।