মেহেরপুর নিউজ,১৬ মার্চ:
মেহেরপুরের গাংনী উপজেলার চককল্যানপুর গ্রামে ক্ষেতে সেচ দেওয়ার সময় মোশাররফ হোসেন (৩৫) নামের এক কৃষককে অপহরণ করেছে দূর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে ঘটনা ঘটে। ঘটনার একদিন অতিবাহিত হতে চললেও এখন পর্যন্ত উদ্ধার হয়নি অপহৃত কৃষক। ।
অপহৃত কৃষক মোশাররফ হোসেন একই গ্রামের আজিরুদ্দিনের ছেলে। এসময় অপহরনকারীদের হামলায় আলফাজ উদ্দীন নামের আরেক কৃষক আহত হয়েছে।
অপহৃতের চাচাতো ভাই বজলুর রহমান জানান, ঘটনার সময় মোশাররফ হোসেন ও একই গ্রামের বাদল মিয়ার ছেলে আলফাজ উদ্দীন বাড়ির পাশের একটি মাঠে ফসলের জমিতে সেচ দিতে গিয়েছিলেন। এসময় অপহরণকারীরা মোশাররফ হোসেন কে অপহরন করে নেওয়ার চেষ্টা করে। এসময় আলফাজ হোসেন তাতে বাধা দিতে গেলে অপহরণকারীরা তার উপর হামলা চালায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগীতায় গাংনী থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালালেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
বজলুর রহমান আরো জানান, তার ভাইকে অপহরণ করা হলেও অপহরণকারীরা তাদের কাছে কোন চাঁদা দাবী করেনি বা কোন যোগাযোগও করেনি।
এদিকে, ঘটনার ২৪ ঘন্টা পার হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত পুলিশ মোশাররফ হোসেনকে উদ্ধার করেতে পারেনি পুলিশ। ফলে মোশাররফ হোসেন নিয়ে তার পরিবারের মধ্যে উৎকন্ঠা বিরাজ করছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মতকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে রাতেই আমরা অভিযান চালায়। মোশাররফ হোসেনের সাথে যে ছিলেন তাকে জিজ্ঞ্সাাবাদেও জন্য থানায় নিয়েছিলাম। সেও অপহরণকারীদেও চিহিৃত করতে পারেনি। তবে অপহৃত কৃষককে উদ্ধারে অভিযান চলছে।
