মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ মে:
এসএসসি পরীক্ষায় ফেল করে এক ছাত্রীর আত্মহত্যার মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে আরও এক ছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্ঠা চালিয়েছে। শনিবার মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামে ওই ঘটনা ঘটে। জানা যায়, গোপালপুর গ্রামের মিয়ারুলের কন্যা আফরোজা (১৬) চলতি সালে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে অকৃতকার্য হয়। এতে মনের দুঃখে সে শনিবার দুপুরের দিকে নিজ বাড়িতে বিষ পান করে আত্মহত্যার চেষ্ঠা চালায়। প্রতিবেশিরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।