মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ আগস্ট:
মেহেরপুরের গাংনী উপজেলার ৬৪ টি মাধ্যমিক স্তরের স্কুল ও মাদ্রাসার এক হাজার শিক্ষক কর্মচারীদের বেতন ও বোনাস না হওয়ায় তারা ঈদ আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন।
সোনালী ব্যাংক গাংনী উপজেলা শাখার গাফলতি ও অব্যবস্থাপনার কারণে শিক্ষক কর্মচারীরা বেতন ও বোনাস বঞ্চিত হয়েছেন বলে জানিয়েছেন উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
গাংনী উপজেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক ও সিএফএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল হেলাল জানান, এ উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৬৪ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার জুলাই মাসের বেতন ও বোনাস সোনালী ব্যাংক গাংনী উপজেলা শাখায় জমা হলেও কোন স্মারক নম্বর আসেনি বলে শিক্ষক কর্মচারীদের বেতন দেয়া সম্ভব হচ্ছে না বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে। বেতন বোনাস না পেয়ে এবার ঈদে পরিবারের কারো জন্য কিছুই কেনা কাটা সম্ভব হচ্ছে না।
আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, শিক্ষক কর্মচারীরা রোজার মাসে বেতন ও ঈদ বোনাসের আশায় থাকেন পরিবারের লোকজনদের জন্য কেনা কাটা করার জন্য। আবার অনেকে ধার দেনা করে সংসার চালান। কিন্তু বেতন না হওয়ায় তাদের সব আশা ভঙ্গ হয়েছে। একই কথা জানালেন মিকুশিস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম লালু।
গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মগরেব আলী জানান, শিক্ষকদের বেতন ও বোনাসের সমস্ত কাগজপত্র অন্ততঃ ১৫ দিন আগে ব্যাংকে জমা হয়েছে। টাকাও জমা হয়েছে ব্যাংকে কিন্তু স্মারক নম্বর না আসার অজুহাতে বেতন দেয়া হচ্ছে না । এটা সমীচীন নয়।
সোনালী ব্যাংক গাংনী উপজেলা শাখার ব্যবস্থাপক আফজাল হোসেন জানান, শিক্ষকদের বেতন ও বোনাসের টাকা জমা হয়েছে কিন্তু কোন স্মারক নম্বর না থাকায় শিক্ষকদের টাকা দেয়া সম্ভব হচ্ছে না। উপর মহলে যোগাযোগ করেও আজকের মধ্যে বেতন দেয়া সম্ভব হবে না। এ ক্ষেত্রে আমাদের কিছুই করার নেই।
