মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লীগে মেহেরপুর নিয়ন স্টার ক্লাব জয় লাভ করেছে ।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত খেলায় নিয়ন স্টোর ৭-১ গোল মেহেরপুর ছহিউদ্দিন ফাউন্ডেশন শিক্ষা কে পরাজিত করে। খেলায় বিজয়ী বিজয়ী দলের পক্ষে সাঈদ ৪টি রাকিব, নাদিম, ও ফুয়াদ একটি করে গোল করে ।
ছহিউদ্দিন ফাউন্ডেশন শিক্ষা‘র শিমুল একটি গোল পরিশোধ করেন। খেলাটি পরিচালনা করেন কামাল হোসেন মিন্টু, ফারা হোসেন লিটন, তাদের সহযোগিতা করেন আব্দুল কুদ্দুস।,