মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীর বিদায় এবং নবীনদের বরণ করে নেওয়া হয়েছে। সোমবার সকালের দিকে কোমরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।
কোমরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল বাশার বিশ্বাসের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমার হোসেন মিলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোমরপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ সেকেন্দার আলী।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোমরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধন শিক্ষক নুরুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম,সাজ্জাক হোসেন, মাহাবুল হক,নুরুল ইসলাম, ফারজানা আফরোজ লামিয়া,মুন্নুজান,সাব্বির আহমেদ, তানভীর আহমেদ,নুরে নাজমিন রিমি,এস কে বাধন,সাদিয়া প্রমূখ। এর আগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নবীন ছাত্র ছাত্রীদের ফুল ছিটিয়ে এবং রজনী গন্ধার স্টিক দিয়ে বরণ করে নেয়া হয়। পরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করা হয়। এদিকে নবীন বরণ উপলক্ষে এর আগেসেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।