মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৫ মে:
গাংনী উপজেলার নওপাড়া নবীনপুর গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৪ টি পরিবারের মধ্যে অনুদানের চেক হস্তান্তর করেছেন জাতীয় সংসদের মহিলা আসনের এমপি সেলিনা আক্তার বানু।
সোমবার দুপুর ১২ টার সময় দূযোর্গ ও ত্রান পূর্নবাসন মন্ত্রনালয়ের উদ্যোগে নওপাড়া নবীনপুর গ্রামে আনুষ্ঠিক ভাবে চেক হস্তান্ত্রর করা হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী দিলিপ কুমার সেন, মেহেরপুর জেলা যুবলীগের সহ-সভাপতি সবুক্তগীন মাহমুদ পলাশ, আওয়ামীলীগ নেতা আব্দুল হালিম, আওয়ামীলীগের প্রবীণ নেতা হাজী কচিমুদ্দীন।
আওয়ামীলীগ নেতা ডালিম মিয়া, কাথুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গুলজার হোসেন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, ইয়ারুল ইসলাম মেম্বার, সাইদুল ইসলাম মেম্বার, আওয়ামীলীগ নেতা আনারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসন রাজা সেন্টু, সাধারণ সম্পাদক বিপ্লব, জিয়াউর রহমান, কাজল, আমিনুল ইসলাম রতন,আসাদুল হক প্রমুখ।
নবীনপুর গ্রামের ৪ টি ক্ষতিগ্রস্থ পরিবারকে সাড়ে ৭ হাজার টাকা করে চেক হস্তান্তর করা হয়। চেক গ্রহণকারীরা হলেন, নবীনপুর গ্রামের জাবের আলী, লিয়াকত আলী, আব্দুল আওয়াল ও ইমরান আলী।
