গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার পীরতলা গ্রামে অপহরণকারী সন্দেহে আনােয়ার হােসেন নামের ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে দিয়েছে। আটককৃত আনােয়ার শরিয়তপুর জেলার জাজিরা থানার কলিমচর গ্রামের আলা উদ্দীনের ছেলে।
বুধবার দুপুরে পীরতলা গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, আনোয়ার হোসেন একটি পিকআপ গাড়ীযােগে গাংনীর রামনগর গ্রামের ২জন যুবককে সাথে করে এক নারীকে অপহরণ করতে আসেন। এসময় ওই নারীর চিৎকারে স্থানীয় ছুটে এসে তাদেরকে আটক করেন।
পরে স্থানীয় ভবানীপুর পুলিশ ক্যাম্পের একটিদল ঘটনাস্থলে আসলে, স্থানীয় লােকজন আটককৃত আনােয়ারকে পুলিশের হাতে দেয়া হয়েছে।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, স্থানীয় লােকজন পুলিশের কাছে একজন ব্যক্তিকে সোপর্দ করেছে। তাকে জিজ্ঞাবাদ করা হবে এবং অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।