মেহেরপুরের গাংনীতে আইনশৃংক্ষলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টার দিকে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। এসময় উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী,মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক,সহকারী কমিশনার ভুমি রাহাত মান্নান, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহিদুজ্জামান খোকন,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক গোলাম মোস্তফা,মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী,ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,ষোলটাকা ইউপি চেয়ারম্যান আইযুব আলী,কাজিপুর ইউপি চেয়ারম্যার আলম হুসাইন,আওয়ামীলীগ নেতা হাজী মোহাসিন আলী, সরকারী কর্মকর্তা,বিজিবি প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামি ২৮ অক্টোবর কাথুলী ইউনিয়নের উপ নির্বাচন এবং শারদীয় দূর্গা উৎসব পালনে আইনশৃখলা বাহিনীকে সতর্ক থাকার আহবান জানানো হয়। এছাড়া বর্তমানের গাংনী উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সকল কে ধন্যবাদ জানানো হয়।