তোফায়েল হোসেন ,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার কামারখালী গ্রামে মদন (৩৮) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। বুধবার সকালের দিকে বিষপান করে মদন। মদন কামালখালী গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, মদন একজন গরু ব্যবসায়ী। ব্যবসায়িক ক্ষতির কারণে তিনি বিভিন্ন এনজিও, আত্মীয়- স্বজন ও মহাজনী ঋণগ্রস্ত হয়ে পড়ে। উক্ত টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় পাওনাদাররা তার বাড়িতে গিয়ে ঝগড়া বিবাদ করে। ঋণের বোঝা বইতে না পেরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে তিনি।
তার বিষপানের বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে দেখা দিলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রাজশাহী যাওয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়। গাংনী থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, বিষয়টি শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।