গাংনী প্রতিনিধি :
মেহেরপুরে আকাঈদ ইসলাম আকাশ নামের এক এইচ,এস,সি পরীক্ষার্থী নিখােঁজ হয়েছেন। নিখােঁজ আকাশ জেলার গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের পীরতলা গ্রামের পুরাতনপাড়ার আমানুল্লাহর ছেলে।
আকাশ গাংনী সরকারি ডিগ্রী কলেজ থেকে চলতি এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। আজ মঙ্গলবার তার আইসিটি বিভাগে পরীক্ষা দেয়ার কথা ছিল। সােমবার বিকেলে বামন্দী শহরে যাওয়ার জন্য বের হয়ে নিখােঁজ হয়। নিখােঁজ আকাশ আকাশ এর বাবা আমানুল্লাহ জানান,সােমবার বিকেলে আকাশ গাইড কেনার জন্য বাড়ি থেকে বামন্দী যাওয়ার কথা বলে বের হয়। সন্ধ্যা পার হলেও বাড়ি ফিরেনি।
আজ মঙ্গলবার গাংনী থানায় জিডি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গাংনী থানা সূত্র জানায়, পরিবারের পক্ষ থেকে এখনও কােন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।