মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ জানুয়ারী:
গাংনী থানা পুলিশের হাতে আটক কারাবন্দী গাংনী উপজেলা বিএনপির ৪ নেতা অবশেষে জামিনে মেহেরপুর জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছে।
সদ্য কারামুক্ত গাংনী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাহারবাটি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু সহ ৪ জন নেতা কর্মীকে সংবর্ধনা দিয়েছে গাংনী উপজেলা বিএনপি।
আজ বৃহস্পতিবার গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ও মেহেরপুর জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেন । সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক।
এসময় পৌর বিএনপির সভাপতি ইনসারুল হক, বিএনপি নেতা ও গাংনী পৌর কাউন্সিলর আব্দুল্লাহ হিল মারুফ পলাশ, যুবদল সভাপতি আক্তার হোসেন,জেলা মহিলা দলের সাধারন সম্পাদক লাইলা আরজুমান বানু,আক্তারুজ্জামান,যুবদল নেতা মকবুল হোসেন মেঘলা,ছাত্রদল নেতা আব্দুল হান্নান ও সুজন কবির প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আমজাদ হোসেন বলেন,বিএনপির নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। এখন সময় এসেছে সকল নেতা কর্মী একত্রিত হয়ে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি আরো বলেন,জেল জুলুম করে বিএনপির নেতা কর্মীদের দমানো যাবেনা।
উল্লেখ্য,২০১২ সালের ৯ আক্টোবর গাংনী পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেনকে হামলা করে হত্যা করে দূর্বৃত্তরা। এ হত্যাকান্ডের ব্যাপারে গাংনী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাহারবাটি ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলুসহ ৪৮ জন নেতা কর্মীর নামে হত্যা মামলা হয়।
