মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৯ এপ্রিল:
মেহেরপুরের গাংনীতে কৃষককদের নিকট থেকে সরকারী গম ক্রয়কে কেন্দ্র করে যুবলীগের ৩ নেতাকর্মীকে পিটিয়ে জখম করেছে যুবলীগের অপর একটি পক্ষ। শনিবার সকাল ১০ টার দিকে গাংনী উপজেলা পরিষদের কাছে এ ঘটনা ঘটে। আহতরা হলো: গাংনী পৌর যুবলীগের সাধারন সম্পাদক রাহিবুল ইসলাম, যুবলীগ নেতা রামবাবু, ও আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন আলী আলা। এদেন মধ্যে রামবাবুর অবম্থা আশংকাজনক। আহতদের নিয়ে গাংনী কাথুলী মোড়ে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষিাভ করছে তাদের সমর্থকরা। । এ ঘটনায় গাংনী এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহুর্তে রক্ষক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছে এলাকাবাসী।এদিকে এ ঘটনার পরপরই উপজেলা পরিষদ কতৃপক্ষ গম সংগ্রহ অভিযান বন্ধ রেখেছেন বলে জানা গেছে।
জানা গেছে, গতকাল শুক্রবার গাংনী উপজেলা সরকারীভাবে গম ক্রয় অভিযান শুরু হয়। শুর হওয়ার আগেই গাংনী আসনের সংসদ সদস্য মকবুল সমর্থিত লোকজন আগেগ থেকেই সকল গম ক্রয় করে। আজ শনিবার সকালে গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন এর প্রতিবাদ জানিয়ে কৃষকরা গম বিক্রি করবে এ কথা বলে চলে যাওয়ার পরপরই মজিরুল গ্রুপের এনামুল হক, মিলন, আকাশ সহ বেশ কয়েকজন মিলে মোশাররফ সমর্থিত রাহিবুল, রামবাবু ও আলার উপর হামলা চালায়। এ সময় ক্যাডার তাদের লক্ষ্য করে দেশীয় অস্ত্র ও লাঠি শোটা দিয়ে আঘাত করলে তারা মারাত্মতক আহত হয়।