মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ আগষ্ট:
দগদগে ঘা নিয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন গৃহবধূ সালমা( ২৫)। ৭দিন যন্ত্রনায় কিছুই মুখে দিতে পারেনি সে। টাকা পয়সার অভাবে ভাল চিকিৎসাও হচ্ছে না তার। দাবীকৃত যৌতুক পরিশোধে ব্যার্থ হওয়ায় তাকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা চালিয়েছে এক পাষন্ড স্বামী। মূমূর্ষাবস্থায় তাকে তার পিতামাতা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। সালমা গাংনীর রামনগর গ্রামের আবু বকরের ছেলে রিপনের স্ত্রী। এ ব্যাপারে সোমবার গাংনী থানায় স্বামী ও শাশুড়িকে আসামী করে একটি মামলা করেছেন সালমার মা পারুলা খাতুন। এর পর পরই আত্মগোপন করেছে পাষন্ড স্বামী ও শাশুড়ি।
সালমার মা পারুলা খাতুন জানান, সাত বছর আগে সালমার সাথে রিপনের বিয়ে হয়। বিয়ের সময় কোন যৌতুকের দাবী না থাকলেও বিয়ের কয়েক মাস পর ৫০ হাজার টাকা দাবী করে। বাড়ির বসত ভিটা বিক্রি করে ওই টাকা পরিশোধ করা হয়। এ ছাড়াও মাঝে মধ্যে নানা অজুহাতে সালমার কাছে টাকা দাবী করা হতো। না দিলে করা হতো কঠোর নির্যাতন। সম্প্রতি আবারো ৫০ হাজার টাকা যৌতুক দাবী করে স্বামী রিপন। এ দাবী পরিশোধে ব্যর্থ হওয়ায় সালমার শরীরের বিভিন্ন স্থানে বিড়ির আগুনের ছ্যাঁকা দেয়া হতো। গত ২১ আগষ্ট বিকেলে যৌতুকের দাবী নিয়ে সালমাকে অকথ্য ভাষায় গালাগালি করলে সালমা প্রতিবাদ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে চুলার পাশে বসে থাকা সালমাকে আগুনের উপর ফেলে দেয় ও তার শাড়িতে আগুন লাগিয়ে দেয়। এসময় তার শাশুড়িকে এগিয়ে আসার জন্য অনুরোধ করলেও তিনি কর্ণপাত না করে বরং যৌতুকের টাকা পরিশোধ করার জন্য বলেন।
সালমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলেও তাদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করতে দেয়া হয়নি। মারাত্মক অসুস্থাবস্থায় সালমাকে কোন চিকিৎসার ব্যবস্থা না করে ঘরে বন্দি করে রাখা হয়। সংবাদ পেয়ে প্রতিবেশীদের সহায়তায় শনিবার সন্ধ্যায় সালমাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পয়সার অভাবে তার উন্নত চিকিৎসার ব্যবস্থাও হচ্ছে না।
গৃহবধু সালমা জানান, মাঝে মধ্যে যৌতুকের কারণে তাকে খেতে দেয়া হতো না। বেধড়ক মারপিট করা হতো। শাশুড়িও যোগ দিতো ছেলের সাথে। মারধরের সময় বলা হতো ঢাকায় অথবা ভারতে বিক্রি করে দেয়া হবে। একমাত্র সন্তান শিমুল(২)’র ভবিষ্যৎ ভেবে নির্যাতন সহ্য করে স্বামীর বাড়িতে থাকতে হতো।
নাম প্রকাশ না করার শর্তে জনৈক প্রতিবেশী জানান, সালমাকে মাঝে মধ্যেই বেধড়ক পেটাতো যৌতুকের জন্য। গভীর রাতে চিৎকার শুনে এগিয়ে গেলেও বাড়ির ভিতরে প্রবেশ করতে দিতো না। আবার কিছু জিজ্ঞাসা করলে নানা ধরণের হুমকি দেয়া হতো।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম জানান, রোগীর মুখ, বুকসহ দেহের বিভিন্ন স্থানে আগুনে ঝলসে গেছে। সিগারেটের স্যাকা রয়েছে বুক ও পিঠের উপর। তার উন্নত চিকিৎসা জরুরী। অন্যথায় তার দেহে পচন ধরতে পারে।
গাংনী থানার ওসি মাসুদুল আলম জানান, গৃহবধূর মা বাদী হয়ে একটি মামলা করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘটনার পরপরই স্বামী ও শাশুড়ি বাড়ি ছেড়ে পালিয়েছে।
