মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ মার্চ:
প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের মাধ্যমে তালিকায় অর্ন্তভুক্তরণ ও গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে সমাবেশ করেছে গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা সংগ্রাম কমিটি।
জানা যায়,রোববার দুপুরে গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা সংগ্রাম কমিটি উদ্যেগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শামসুল আলম সোনা। সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা বজলুর রহমান।বক্তব্য রাখেন,মুক্তিযোদ্ধা হায়দার আলী, রায়হান উদ্দীন, ফজলুল হক, মোজাম্মেল হক, আজিজুল হক, আমিরুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ।
সমাবেশ শেষে গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা সংগ্রাম কমিটির পক্ষ থেবে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেনের কাছে স্বারকলিপি দেওয়া হয়।
