তোফায়েল হোসেন ,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবে বিভিন্ন গ্রামে গাছপালা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গতকাল বুধবার রাত ১১ টার পর উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় দুই ঘণ্টা ধরে চলতে থাকে ঘূর্ণিঝড় আম্পানের তান্ডব লীলা।
তান্ডব লীলায় চলতি মৌসুমের বিভিন্ন ক্ষেত, গাছপালা ও ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এলাকার মানুষকে সহযোগিতায় ক্ষয়-ক্ষতি পরিমাণ সরেজমিনে দেখার জন্য উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান আজ বৃহস্পতিবার দুপুরে চোখ তোলা নামক স্থানে উপস্থিত হন।
সেখানে পানিবন্দি কৃষকদের দুর্দশার কথা শুনে সংশ্লিষ্ট কৃষকদের ডেকে তাৎক্ষণিকভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করেন। তিনি প্রায় ৫ শ বিঘা জমির পানিবন্দি সমস্যার সমাধান করেন। এ সমস্যার সমাধানের জন্য তিনি সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমানকে সরেজমিনে গিয়ে বাঁধ কেটে পানি নিষ্কাশনের নির্দেশ দেন।
বাঁধ কেটে পানি নিষ্কাশন করায় প্রায় ৫শ বিঘা জমির পাট ও চলতি মৌসুমের অন্যান্য ক্ষেত ক্ষতির হাত থেকে রক্ষা পায়। এ সময় জমিতে পানিবন্দি কৃষকরা উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানান। এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, সাহারবাটি ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য শাহাবুদ্দিন, জমির মালিক বকুল, আব্দুল গনিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।