নিজস্ব প্রতিনিধি ঃ
মেহেরপুরের গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামে ছবি এডিট করে ভয় দেখিয়ে এক গৃহবধূকে দেহ ভোগ করার চেষ্টার অভিযোগ উঠেছে।
শনিবার সকাল ১০ টার দিকে নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ভাবে জানা গেছে, সাহারবাটি গ্রামের এজেল হকের ছেলে জাব্বার (৩৭) বিদেশ থাকা অবস্থায় প্রতিবেশী এক গৃহবধুর ফেসবুক আইডি থেকে ছবি ডাউনলোড করে তা অন্যের নগ্ন দেহের সাথে ওই মেয়ের মাথা এডিট করে লাগিয়ে তার নগ্ন ছবি বলে ভয় দেখায় ও হুমকি দেয়। এক পর্যায়ে ওই ছবি উক্ত গৃহবধূর ফেসবুক মেসেঞ্জারে পাঠিয়ে বিভিন্নভাবে হুমকি ও কুপ্রস্তাব দিতে থাকে।
জব্বারের কুপ্রস্তাবে রাজি না হলে তার সংসার ভেঙে দেয়ারও হুমকি দেওয়া হয়। এমনকি তার কথা না শুনলে এডিট করা ওই নগ্ন ছবি ফেসবুক ও ইউটিউবে প্রচার করে স্বামীর সংসার থেকে বিতাড়িত করার হুমকি দিতে থাকে ওই গৃহবধূকে।
গত কয়েক মাস আগে বিদেশ থেকে বাড়ি ফিরে আসে জাব্বার। একের পর এক ছবি দেখিয়ে ওই নারীকে হুমকি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে। জাব্বারের হুমকির এক পর্যায়ে ওই নারী তার সংসার টিকিয়ে রাখতে দিগ্বিদিক জ্ঞান হারিয়ে জব্বারের কুপ্রস্তাবে রাজি হয়।
সে প্রেক্ষিতে আজ শনিবার বেলা ১০টার সময় মোবাইল ফোনে নওপাড়া বাগানপাড়া গ্রামে একটি বাড়িতে আসতে বাধ্য করে জব্বার । ভুক্তভোগী ওই নারী জানান, আমি তার সাথে দেখা করলে তার মোবাইল থেকে ছবিগুলা ডিলিট করে দেবে বলে আমি তার সাথে নওয়া পাড়ার বাগানপাড়া নামক এলাকার একটি বাড়িতে দেখা করার চেষ্টা করি।
এসময় ওই বাড়িতে প্রবেশ করার কয়েক মিনিটের মধ্যেই স্থানীয় লোকজন আমাদের দু জনকে দেখে সন্দেহ করে। পরে স্থানীয় লোকজন জাব্বারকে এবং আমাকে আটকে রাখে। জাব্বার হোসেন সাহারবাটি গ্রামের ফিরোজ নামের একজনকে খবর দিয়ে নিয়ে আসলে স্থানীয়রা জাব্বার কে ছেড়ে দেয়। জাব্বার আর ফিরে না আসায় জাব্বারের জামিনদার সাহারবাটি গ্রামের ফিরোজকে দিনভর আটকে রাখে। পরে ধলা ক্যাম্প পুলিশের সহযোগিতায় ওই গৃহবধূকেকে মামুন নামের এক ব্যক্তির মাধ্যমে বাবার বাড়িতে পৌঁছে দেয়া হয়। ভুক্তভোগী ওই গৃহবধূ আরো জানান , আমার স্বামী বিষয়টি ইতোমধ্যে জেনে গিয়েছে। সে হয়তো আমাকে ভুল বুঝতে পারে। আমি আমার দুটি সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছি। আমি নরপশু জব্বারের বিরুদ্ধে মামলা করব।
স্থানীয়রা জানায়, জাব্বার হোসেনকে আটক করা হয়েছিল কিন্তু সাহারবাটি গ্রামের ফিরোজ তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। জব্বার এর খোঁজ পাওয়া না গেলে দিনশেষে ফিরোজ কে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়।
ধলা ক্যাম্পের এসআই জাহিদ জানান, এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে নওয়াপাড়া গ্রামে গিয়ে জাব্বার কে পাওয়া যায়নি পরে ভুক্তভোগী নারীকে মামুন নামের এক ব্যক্তির মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এলাকার লোকজন ফিরোজ হোসেন নামের একজনকে আটকে রেখেছিল তাকেও সন্ধ্যায় ছেড়ে দেয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। তবে ভুক্তভোগী ওই নারীর পরিবার থেকে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। মোবাইলে ছবি নিয়ে নারীকে হুমকি দেওয়াই প্রতারক জব্বারের উপযুক্ত শাস্তি দাবি করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।