গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী গ্রামে ছাগল চুরির অভিযােগে দুই’যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- মেহেরপুর জেলা শহরের মল্লিকপাড়ার ইকবাল আলীর ছেলে আকাশ (২৩) ও সাহাদত আলীর ছেলে শামীম হােসেন (২২)।
বৃহষ্পতিবার দুপুরের দিকে সাহারবাটী গ্রাম থেকে স্থানীয়রা তাদের আটক করে গণধােলাই শেষে গাংনী থানা পুলিশের হাতে তুলে দেয়। গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, গাংনীর সাহারবাটী গ্রামের জনৈক মুক্তি আলীর বাড়ির পাশ থেকে তার ২টি বড় খাসি ছাগল চুরি করে আকাশ ও শামীম। তারা ছাগল দু’টি নিয়ে একটি ইজিবাইক যোগে পালিয়ে যাচ্ছিল।
এসময় স্থানীয় লোকজন তাদের দু’জনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। এসময় চুরি করা ছাগল দু’টি উদ্ধার করে। এবং ছাগল বহনকারি ১টি ইজিবাইকটি জব্দ করে থানায় নিয়ে আসে।