জুলফিকার আলী কানন, মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জানুয়ারী :
যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত গতিতে শেষ করার দাবী জানিয়ে ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্র লীগের ৬৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী গাংনী উপজেলা ছাত্রলীগের বিবাদমান দু’টি গ্রুপ পৃথক পৃথক ভাবে পালন করেছে।
গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীবের সভাপতিত্বে গংনী বাসস্ট্যান্ড চত্বরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান কেক কেটে উদ্বোধন করা হয়। এসময় গাংনী -২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন,গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারন সম্পাদক শফি কামাল পলাশ, যুবলীগ নেতা মজিরুল ইসলাম, ছাত্রলীগের উপজেলা সম্পাদক সাইদুজ্জামান শিপু,ছাত্রলীগ নেতা সবুজ, সাগর, রতন,উজ্জল,মানিক, সোহেল, গোলাম সাকলায়েন সেপু,,সেচ্ছাসেবক লীগের গাংনী উপজেলা আহবায়ক সোহেল আহম্মেদ প্রমুখ। পরে একটি র্যালি গাংনী বাসস্ট্যান্ড চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাবেক এমপি মকবুল হোসেনের বাড়িতে গিয়ে শেষ হয়।
অপরদিকে গাংনী উপজেলা ছাত্রলীগের অপর অংশের সভাপতি হাসান রেজা সেন্টু ও সাধারণ সম্পাদক বিপ্লবের নেতৃত্বে গাংনী কাথুলি মোড়ে কেক কেটে ৬৫ তম জন্মবার্ষিকী পালিত হয়। এসময় গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইদুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক এমএ খালেক, যুবলীগ নেতা মনিরুল ইসলাম, রিন্টু , রবিউল ইসলাম, আমিরুল ইসলাম,ছাত্রলীগ নেতা মিলন হোসেন, রিপন আলী, ইকবাল হোসেন,টুটুল হোসেন বক্তব্য রাখেন। এরপর একটি র্যালি গাংনী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
