মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ আগস্ট:
১৫ আগস্ট জাতীয় শোকদিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ১৫ আগস্ট র্যালী,আলোচনা সভা,কালোব্যাজ,মসজিদ,মন্দিরে বিশেষ দোয়া অনুষ্ঠান সহ নানা কর্মসূচী পালনের সিদ্ধান্ত হয়।
আজ সোমবার দুপুরে উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এ কে এম শফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক এমপি মকবুল হোসেন। সভাপতিত্ব করেন,গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আ্দুস সালাম। বক্তব্য রাখেন,গাংনী থানার ওসি মাসুদুল আলম,মহিলা আওয়ামীগ নেতা নুরজাহান বেগম,সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম,আওয়ামীলীগ নেতা ইয়াসিন রেজা প্রমূখ।
