জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকীতে “জাতীয় শোক দিবস ২০১৯” পালন উপলক্ষ্যে মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসন আয়োজনে প্রস্তুতি মুলোক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার সময় উপজেলা পরিষদ সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভার-প্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধ মোঃ মকবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী থানার ভার প্রাপ্ত কর্মকর্তা মোঃ ওবাইদুর রহমান, পৌর মেয়র আশরাফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নুরজাহান বেগম,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমীন, গাংনী সরকারি ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক কথা সাহিত্যিক রফিকুর রশীদ রিজভী, ফুলকুড়ি শিশু শিক্ষালয়ের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মোঃ মুনতাজ আলি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাব প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও সকল বিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিকগণ উপস্থিৎ ছিলেন। ১৫ আগষ্ট জাতীয় শোকদিবসকে যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে যথাযথ প্রস্তুতি নেওয়ার উপর গুরুত্বারোপ করেন।
# গাংনী অফিস #