মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ জুন:
মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়ালগ্রামের জোড়া খুনের এজাহারভক্ত আসামী তপন (২২) কে আাটক করেছেন পুলিশ। আটক তপন চরগোয়ালগ্রামের শহিদুল্ ইসলামের ছেলে। আটক তপনকে আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বামুন্দী পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই ওসসমান গনি তার সংগীয় ফোর্সসহ চরগোয়ালগ্রামে অভিযান চালিয়ে তপনকে আটক করে।
এস আই উসমান গনি জানান, আটক তপন চরগোয়ারগ্রাম গ্রামের আওয়ামীলীগ নেতা আতাহার আলী ও হ্যাবল হত্যা মামলার এজাহারভক্ত ৩১ নং আসামী।
উল্লেখ্য, ২ এপ্রিল ২০১২ ইং সালের সকালের দিকে চরগোয়ালগ্রাম গ্রামের আওয়ামীলীগ নেতা আতাহার আলী ও হ্যাবেলকে গুলি করে ও রামদা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
