মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ ফেব্রুয়ারী :
মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামে থেকে সুকুর আলীর ছেলে মাদক ব্যবসায়ী রেজাউল করিমকে দেড় কেজি গাঁজাসহ আটক করেছে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা ।
শনিবার দিবাগত মধ্যরাতে র্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার কাজী আক্তার হোসেনের নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালিয়ে রেজাউল করিমকে তার বাড়ি থেকে আটক করেন।এসময় তার বাড়িতে তল্লাশী চালিয়ে দেড় কেজি গাঁজা উদ্ধার করে র্যাব সদস্যরা।
র্যাব কমান্ডার জানান,প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রেজাউল করিম দীর্ঘদিন মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আটক রেজাউলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
