গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে ধর্ষনের অভিযোগে ইটভাটা মালিক মফিজুল ইসলামের বিরুদ্ধে ধর্ষন মামলা দায়ের হয়েছে।
বিয়ের প্রলোভন দেখিয়ে সংখ্যালঘু এক যুবতিকে ৫ বছর যাবত যৌন নির্যাতন করার অভিযোগে মঙ্গলবার রাতে নির্যাতনের শিকার ঐ নারী বাদী হয়ে গাংনী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।
এ ঘটনায় অভিযুক্ত মফিজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মফিজুল ইসলাম গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা গ্রামের সাহাজাত আলীর ছেলে।
নির্যাতিতা জানায়, দরিদ্রতার কারনে তার পিতা শ্রমিক হিসেবে দীর্ঘদিন যাবত মফিজুল ইসলামের ইট ভাটায় কাজ করে আসছে। মালিক শ্রমিকের সম্পর্কের কারনে মফিজুল ইসলাম প্রতিনিয়ত তাদের বাড়িতে অবাধে যাতায়াত করতো। মফিজুল ইসলাম বিভিন্ন প্রলোভন দেখিয়ে গত ২১-১১-২০১৪ সাল থেকে তার সাথে যৌন নির্যাতন শুরু করে। প্রতিশ্রতি রাখতে না পারার কারনে মফিজুল ইসলামের সাথে তার কিছুটা দুরত্বের সৃষ্টি হয়।
গত ০৬-০২-২০২০ ইং তারিখ রাতে নির্যাতিতার বাড়িতে এসে তাকে জোর পূর্বক যৌন নির্যাতন করে। যৌন নির্যাতনের কথা প্রকাশ করলে তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয়া হয়।
সংখ্যালঘু হওয়ার কারনে মফিজুলের অনৈতিক দাবি মেনে নিতে বাধ্য হয় নির্যাতিতা। নির্যাতন সইতে না পারার কারনে অবশেষে মামলা দায়ের করতে বাধ্য হয় সে।
গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান, নির্যাতিতা নারী বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে যার নং ১৩ তাং ১১-০২-২০২০ ইং। বুধবার আসামীকে আদালতে প্রেরন ও নির্যাতিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হবে