মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ মার্চ :
যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপল সকালে গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি উপজেলা চত্তর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম। এতে অংশগ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুস সালাম, সহকারী কমিশনার (ভুমি) ইমরান আহমেদ, মৎস্য অফিসার ফরহাদুর রেজা,গাংনী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন প্রমুখ। এছাড়াও র্যালিতে গাংনী শহরের বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা অংশ নেন। র্যালী শেষে উপজেলা শহীদ মিনার পাদদেশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশসনের পক্ষে উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুস সালাম। এছাড়া উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনাসভা,চিত্রাঙ্কন প্রতিযোগীতা রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
