মেহেরপুর নিউজ,১৩ সেপ্টেম্বর:
মেহেরপুরের গাংনীতে মিনু (৪৫) ও আলম (৩২) নামের ২ মাদক ব্যবসায়ীর ৬ মাস করে জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক। কারাদন্ডপ্রাপ্তদের মধ্যে মিনু সদরের ঝাউবাড়িয়া গ্রামের মোসলেমের এবং আলম চৌগাছা গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
রবিবার দুপুরে গাংনীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাহাত মান্নান ভ্রামাম্যান আদালত পরিচালনা করেণ। ভ্রাম্যমান আদালতের বিচারক বলেন, মাদকদ্রব্য আইন ১৯৯০ এর ৭(ক) ধারায় মোতাবেক মাদক ব্যবসায়ী মিনু ও আলমের ৬ মাস করে কারাদন্ড দেয়া হয়েছে। এর আগে গাংনী থানা পুলিশের একটি টিম নওয়াপাড়ায় অভিযান চালিয়ে সদরের ঝাউবাড়িয়া গ্রামের মিনুকে ১৫ গ্রাম গাজাসহ এবং ও চৌগাছায় অভিযান চালিয়ে আলমকে ৫ গ্রাম গাজাসহ আটক করে। এদিকে গাংনী বাজারে অপর অভিযান চািলয়ে লাইসেন্স না থাকা এবং মেয়াদউত্তির্ণ পশু খাবার বিক্রি করার অপরাধে ২ ব্যাবসাীয় নিকট থেকে ২ হাজার টাকা জরিমনা ও লাইসেন্স ছাড়াই সার বীষ বিক্রি করায় হান্নানের নিকট থেকে আরো ১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন রাহাত মান্নানের ভ্রাম্যমান আদালত।