মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ মে:
নেশা নয় খেলাধুলায় মনোনিবেশ কর, এ শ্লোগানকে সামনে নিয়ে গাংনী পৌরসভা টি টোয়েন্টি কাপ ক্রিকেট টূর্ণামেন্টের আয়োজন করেছে গাংনী পৌরসভা।
বুধবার বিকালে পৌর মেয়র আহমেদ আলী গাংনী ফুটবল মাঠে পৌরসভা টি টোয়েন্টি কাপ খেলার উদ্বোধন করেন। এসময় পৌরসভা টি টোয়েন্টি কাপ টূর্ণামেন্টর সভাপতি বশির আহমেদ, সম্পাদক খোন্দকার তানজিলুর রহমান রিন্টু, ডাঃ বশির আহমেদ,সদস্য সচিব রওশন মাহমুদ,সাফিউল বাশির প্রমুখ।
উদ্বোধনী খেলায় গাংনী ফ্রেন্ডস ক্লাব বনাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা অগ্রদূত ক্লাব অংশ নেয়। খেলায় টসে জিতে আমলা অগ্রদূত ক্লাব ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৭৯ রানে ইনিংস গুটিয়ে ফেলে। ৮০ রানের টার্গট নিয়ে গাংনী ফ্রেন্ডস ক্লাব মাঠে নেমে ৮ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে কাংখিত লক্ষে পৌছায়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন গাংনী ফ্রেন্ডস ক্লাবের রাসেল আহমেদ। সে ৭ বল খেলে ৪ টি ছক্কার সাহায্যে ৩০ রান করে তার দলকে জয়ের মুখ দেখান।এছাড়া ৩ ওভার বল করে ১৮ রান দিয়ে ৪ টি উইকেট হাতিয়ে নেন। গাংনী পৌরসভা টি টোয়েন্টি কাপ টূর্ণমেন্টে এ বছর বিভিন্ন এলাকার ৩২ টি দল অংশ নিচ্ছেন।
