তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে সাবেক ছাত্রনেতা শাহিদুজ্জামান শিপু সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গাংনী প্রেসক্লাবে উপস্থিত হয়ে এ মতবিনিময় করেন তিনি। তিনি আগামী নির্বাচনে গাংনী পৌরসভার উন্নয়নে পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন।
এ সময় গাংনী প্রেসক্লাবের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মাহবুব আলম, আরটিভির মেহেরপুর প্রতিনিধি মাজেদুল হক মানিক, দৈনিক মাটির ডাক পত্রিকার জেলা প্রতিনিধি ও মেহেরপুর নিউজ অনলাইন পোর্টালের গাংনী প্রতিনিধি তোফায়েল হোসেন, লাখোকন্ঠ ও শিক্ষাবার্তা মেহেরপুর জেলা প্রতিনিধি এস এম রফিকুল ইসলাম বকুল, মেহেরপুর চোখ নিউজ এডিটর ও দেশেরবানী পত্রিকার প্রতিনিধি মীর শামিম, মাথাভাঙ্গা গাংনী উপজেলা প্রতিনিধি জিনারুল ইসলাম দিপু ও সোনালী খবর পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল আলিম উপস্থিত ছিলেন।