তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হযরত মুহম্মদ (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনকারীদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন করেছে মেহেরপুরের গাংনী উপজেলার তৌহিদী জনতা। মানববন্ধনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে এ্যানিমেল (পশু) ম্যাক্রোঁ বলে আখ্যায়িত করলেন তৌহিদী জনতার বক্তারা। শুক্রবার জুম্মার নামাজ শেষে গাংনী বাসস্ট্যান্ডে রাস্তার দু’পাশে বাংলা ও ইংরেজি ব্যানারে সজ্জিত হয়ে দাড়িয়ে এ প্রতিবাদ জানান তারা। মানববন্ধন শেষে বিশেষ মোনাজাত করা হয়।
প্রসঙ্গত, গেল ৩০ সেপ্টেম্বর ফান্সের ম্যাগাজিন শার্লি এবতেদো’র সবশেষ সংস্কণের প্রচ্ছদে প্রিয়নবী মুহাম্মদ (সাঃ) কে ব্যঙ্গ করে আঁকা ১২টি কার্টুন ছাপা হয়। এর দুই সপ্তাহ পরে ফ্রান্সের এক স্কুল শিক্ষক ক্লাসে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কথা বলতে গিয়ে মহানবীকে নিয়ে ব্যঙ্গ কার্টুন প্রদর্শন করেন। সেখানকার মুসলিম কমিউনিটি এর বিরোধিতা করে একজন ঈমাম মসজিদ থেকে এর বিরুদ্ধে অনলাইনে প্রতিবাদের ডাক দেন। কয়েকদিন আগে ওই শিক্ষক চেচেনের এক যুবকের চুরিকাঘাতে নিহত হন। তাকে সেখানেই গুলি করে হত্যা করা হয়। তারপর থেকে ফ্রান্স জুড়ে চলছে মুসলিম কমিউনিটির বিরুদ্ধে সরকার ও বিভিন্ন উগ্র জাতীয়বাদীদের হামলা ও কঠোর সব পদক্ষেপ।
ইতোমধ্যেই দেশটির ৫০-৬০টি মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে ফ্রান্স সরকার। প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশ ফ্রান্সের পন্য ক্রয় বিক্রয় বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে। অনেকে ফেসবুক, টুইটার ও বিভিন্ন মিডিয়াতে ফ্রান্সের পন্যের তালিকাও প্রকাশ করে ওই পন্য না কেনার জন্য আহবান জানিয়েছেন।
এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার দু’পাশে বিভিন্ন ফেসচুন ও ব্যানার হাতে দাড়িয়ে মানববন্ধন করেন তৌহিদী জনতা। পরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এর প্রতিকৃতিতে জুতা- সেন্ডেল মেরে তা পুড়িয়ে প্রতিবাদ জানান তৌহিদী জনতমানববন্ধনে বক্তব্য রাখেন গাংনী দারুচ্ছালাম জামে মসজিদ কমিটির সভাপতি হাজী মহাসিন আলী, মসজিদের পেশ ঈমাম মাওলানা রুহুল আমিন। ইংরেজীতে বক্তব্য রাখেন শিক্ষক রবিউল ইসলাম। বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আব্দুল কাদের।
এ সময় উপস্থিত ছিলেন গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপনসহ এলাকার হাজারো তৌহিদী জনতার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।